ডিজিটাল বাংলাদেশ মেলা : শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

১৮ জানুয়ারি, ২০২০ ১২:৪৯  
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ডিজিটাল বাংলাদেশ মেলা। আজ (১৮ ডিসেম্বর) শেষ হচ্ছে মেলা। শেষ দিনের সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। যার মধ্যে বেশিরভাগই ছিল বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তথ্যপ্রযুক্তি খাতে সম্ভাবনার দুয়ার খোলার লক্ষ্যে এ অনুষ্ঠানে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জন বিষয়ক ধারণা নিতেই ব্যস্ত সময় পার করেছেন তারা। বিভিন্ন প্রতিষ্ঠানও হাজির হয়েছে দর্শনার্থীদের তাদের সর্বশেষ প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কিভাবে অনলাইনে সেবা পৌঁছে দিচ্ছেন সেগুলো তুলে ধরছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। দল বেধে প্রবেশ করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অনেকে পুরো পরিবারসহ প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জনবিষয়ক ধারণা নিতে ছুটে এসেছেন। প্রত্যেকেই ব্যস্ত ছিলেন এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে দেখতে। সবারই যেন তথ্য প্রযুক্তি সম্পর্কে আরো বেশি কিছু শিখে যুগের সঙ্গে তাল মেলানোর ইচ্ছা। এই সুযোগে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও দর্শনার্থীদের কাছে সহজভাবে তুলে ধরছেন তাদের সেবাসমূহ। রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী পিয়া জান্নাত জানান, প্রযুক্তির আপডেট জানতেই এখানে আসা। নতুন কিছু জানতেই মেলায় পাশাপাশি প্রতিষ্ঠানগুলাে সেবা সম্পর্কেও ধারণা পাওয়া গেল।